রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার!

নওগাঁ প্রতিনিধি

নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার!

নদীতে দেওয়া বাঁশের বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা বিলের মধ্যে প্রবাহিত শিব নদীর উজানের বাঁশ এবং বাঁশের তৈরি বানা দিয়ে প্রায় ১৫৬ হাত এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। বাঁধের ফলে পানি প্রবাহে প্রতিবন্ধকতা হওয়ায় ভাটি অংশের ১৫-১৬ গ্রামের মৎস্যজীবীদের মাছ আহরণ বিঘিœত হচ্ছে। এতে জীবন জীবিকা ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভুক্তভোগীরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানায় অভিযোগ করলেও বাঁধ অপসারণ হয়নি। মান্দা উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। মান্দা থানার ওসি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, নদীতে বানা স্থাপনে কোনোরকম সমস্যা না হওয়ায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা যায়, শিব নদীতে ৩-৪ মাস আগে প্রায় ৭০০ বাঁশ এবং বাঁশের তৈরি ১৩০টি বানা দিয়ে প্রায় ১৫৬ হাত এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করে পানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। যাতে প্রায় ৭০টি বাঁশের তৈরি ভাড় স্থাপন করা হয়েছিল। বাঁধ নির্মাণে জড়িত সাহার আলী বলেন, ‘আমি গরিব মানুষ। মাছ আহরণই আমার পেশা। আমি মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানায় কিছু পরিমাণ খাবার মাছ দেওয়ার কথা বলে নদীর মুখে বানা স্থাপনে অনুমতি নিয়েছি।’

সর্বশেষ খবর