রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আমতলীতে ফগার মেশিন নেই!

আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা ও পৌরসভায় মশা নিধনের ফগার মেশিন নেই। মেশিন না থাকায় মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না উপজেলা পরিষদ ও পৌরসভা। এতে উপজেলা শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে এডিস মশা। এডিস মশার কামড়ে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুজ্বর। এডিস মশা প্রতিরোধে উপজেলা পরিষদ ও পৌর কর্তৃপক্ষের কাছে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস বলেন, মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এডিস মশা মহামারী আকার ধারণ করবে। আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, ‘দ্রুত ফগার মেশিন কিনে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকান বলেন, ‘ফগার মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত    মেশিন কিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর