সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু আতঙ্কে খামারিরা

ঢাকা চট্টগ্রামে পশু নেওয়া নিয়ে শঙ্কা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পশু খামারিদের মধ্যে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্কে। ফলে আসন্ন ঈদুল আজহায় দেশের বড় শহরগুলোতে গরু-ছাগল বিক্রির জন্য যেতে চান না তারা। অনেকেই এবার ঢাকা ও চট্টগ্রামের বাজারে গরু নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কুষ্টিয়া প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, জেলায় গরু ও ছাগল মিলিয়ে এবার এক লাখ ৩৩ হাজার পশু রয়েছে। এর মধ্যে গরু প্রায় ৭০ হাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে বড় একটি অংশ চলে যায় ঢাকা ও চট্টগ্রামের বাজারে। সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের খামারি সেলিম উদ্দিন বলেন, ‘গত বছরও ঢাকায় গরু নিয়ে গিয়েছিলাম। এবার যেতে ভয় লাগছে। ঢাকায় যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে কী করব বুঝতে পারছি না।’ একই উপজেলার খামারি আমিরুল ইসলাম বলেন, ‘লাভের জন্য আমরা ঢাকায় গরু নিয়ে যাই। এবার যেভাবে ডেঙ্গুর খবর পাওয়া যাচ্ছে তাতে মনে ভয় ধরে গেছে। তাই লাভ কম হলেও স্থানীয় বাজারে গরু বিক্রির চেষ্টা করছি।’

প্রতিদিনই জেলা প্রাণিসম্পদ অফিসে এসে এবং ফোনে কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলাপ করছেন খামারিরা। প্রাণিসম্পদ অফিস থেকেও খামারিদের নির্দেশনা দেওয়া হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান বলেন, ‘ডেঙ্গুর বিষয়টি নিয়ে খামারিদের মাঝে কিছুটা ভীতি রয়েছে।’ তিনি বলেন, খামারিদের বেশির ভাগই অশিক্ষিত। তারা বিষয়টি ভালোভাবে জানেন না। কর্মীদের মাধ্যমে তাদের সহযোগিতা দিয়ে আসছি।’ জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘খামারিরা যাতে ঢাকায় গিয়ে ডেঙ্গু আক্রান্ত না হয় সে জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর