সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

স্বামী-স্ত্রীসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

স্বামী-স্ত্রীসহ নিহত ৭

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া ও বরগুনার আমতলীতে সড়কে প্রাণ গেছে আরও দুজনের। টাঙ্গাইল : মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা এলাকায় গতকাল বাস-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ মির্জাপুর পৌর সদরের বাইমহাটি আদালতপাড়ার শরিফুল, বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর ও তার স্ত্রী তাসলিমা। পুলিশ জানায়, গাজীপুর থেকে আসা টাঙ্গাইলগামী বাস উপজেলার কদিম দেওহাটা এলাকার পৌঁছলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এদিকে ঘাটাইলের গারো বাজার এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী কামাল মিয়া নিহত ও পাঁচজন আহত হন। নিহত কালাম উপজেলার চারিয়াবাইদ গ্রামের আফসার আলীর ছেলে। এছাড়া শনিবার দিবাগত রাতে দেলদুয়ার উপজেলার মহেড়া সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সোরহাব হোসেন নামে এক ব্যক্তি। সোরহাবের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। বগুড়া : নন্দীগ্রামে ট্রাকচাপায় মারা গেছেন ট্রাকের মালিক হায়দার আলী। তিনি পাবনার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার মৃত আয়েদ আলীর ছেলে। আমতলী : বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তারবাড়ী স্ট্যান্ডে সাইকেলের ধাক্কায় গতকাল প্রাণ গেছে বৃদ্ধ রহমান আলীর। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় বয়স্কভাতা আনতে আমতলী অগ্রণী ব্যাংকে যাচ্ছিলেন রহমান আলী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর