সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয় এডিস’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা হয়।

বক্তৃতা করেন প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও আইসিডিডিআরবির প্রাক্তন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহমেদ। বক্তারা বলেন, বাড়ি কিংবা বাড়ির আশপাশে জমে থাকা স্বচ্ছ পানি ও ফুলের টবে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই সেগুলো পরিষ্কার ও পাত্রে লেগে থাকা ডিম নষ্ট করতে হবে।

সর্বশেষ খবর