সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শেরপুরে ডেঙ্গু পরীক্ষার ডিভাইস নেই

শেরপুর প্রতিনিধি

জ্বর হলেই মানুষ ডেঙ্গু আতঙ্কে দৌড়াচ্ছে। ডাক্তারের কাছে গিয়ে ডেঙ্গু পরীক্ষা দিতে অনুরোধ করছে। এত মানুষের ডেঙ্গু পরীক্ষা করার ফলে সরকারি হাসপাতাল ও বাইরের বাণিজ্যিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডিভাইস নেই বলে সূত্র জানিয়েছে। এই ডিভাইজ দিয়ে রোগীর ডেঙ্গু হয়েছে কিনা তার পরীক্ষা করা হয়। ১৪ জুন সরকার এ হাসপাতালকে ২০০ ডেঙ্গুর ডিভাইস দিয়েছিল। আগেও ডেঙ্গু পরীক্ষা হয়েছে এবং সবশেষ ১ আগস্ট ও ৩ আগস্ট ৬৬ জন রোগীর ডেঙ্গু পরীক্ষার মাধ্যমে ডিভাইস শেষ হয়ে যায়।

সর্বশেষ খবর