সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

হোসেনপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক আসিফ নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার আড়াইবাড়িয়া-নিহারগাতী গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। আসিফ ওই এলাকার মাজহারুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। - কিশোরগঞ্জ প্রতিনিধি

পিতার সামনে প্রাণ গেল সন্তানের

স্কুল থেকে বাড়ি ফেরার পথে গতকাল টমটমের ধাক্কায় ১ম  শ্রেণির ছাত্র মিজান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকার মো. আবুল হাসেমের সন্তান। -লামা প্রতিনিধি

দরপত্র নিয়ে হাঙ্গামা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৭টি কোরবানীর অস্থায়ী পশুর হাটের বিপরীতে ১৩৪টি দরপত্র  বিক্রি হয়েছে। শেষ দিন গতকাল এসব দরপত্র বিক্রি হয়। এদিকে দরপত্র বিক্রি নিয়ে সদর উপজেলা প্রশাসন কার্যালয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইউএনও নাহিদা বারিক জানান, দরপত্র কিনতে আসা লোকজন নিজেরা নিজেরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল।

- নারায়ণগঞ্জ প্রতিনিধি

উঠান বৈঠক

ডেঙ্গু জ্বর মোকাবিলায় ও জনসচেতনতা সৃষ্টির জন্য কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করেছেন সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের এমপি এসএম জগলুল হায়দার। পরে তিনি উপস্থিত এলাকাবাসীর মধ্যে ম্যাজিক মশারি বিতরণ করেন। 

- নিজস্ব প্রতিবেদক

শিক্ষক প্রশিক্ষণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুরে সেন্ট্রাল স্কুলের হলরুমে কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সাত দিনব্যাপী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ গতকাল শেষ হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসাইন, সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠিতা রাকিবুল হাসান, এম তুষারী, আলিম রানা, ফাতেমা সুলতানা, আকলিমা খাতুন, মোশারফ হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। - কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর