সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিশেষ বরাদ্দের ধান কেনার নামে লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি

বিশেষ বরাদ্দের ধান কেনার নামে লুটপাট

ঝিনাইদহের নয়টি খাদ্যগুদামে তিল ধারণের জায়গা নেই। ধান কিনে রাখার মতো বস্তা সংকট রয়েছে প্রতিটি গুদামে। মধ্য শ্রাবণে জেলার শতকরা ৯০ ভাগ কৃষকের ঘরে খাওয়ার ধান ছাড়া আর কোনো ধানও নেই। অথচ মহাধুমধামে ঝিনাইদহে বিশেষ বরাদ্দের ধান কেনা চলছে। এই ধান কৃষকদের কাছ থেকে না কিনে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে কেনার অভিযোগ উঠেছে। ঝিনাইদহ খাদ্যনিয়ন্ত্রকের দফতরসূত্রে জানা যায়, জেলার ৬টি উপজেলায় খাদ্যগুদাম রয়েছে ৯টি। এ সব গুদামে ধারণ ক্ষমতা ১৯ হাজার মেট্রিক টন। গত বৃহস্পতিবার পর্যন্ত খাদ্যগুদামগুলোতে ধান, চাল ও গম মিলিয়ে মজুদের পরিমাণ ছিল ২২ হাজার মেট্রিক টন। এই হিসাবে গুদামগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত তিন হাজার মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ রয়েছে। তারপরও বিশেষ বরাদ্দের ৫ হাজার ৯৫০ মেট্রিক টন ধান কেনা চলছে। অভিযোগ আছে, প্রতিটি উপজেলায় কৃষকদের তালিকা করা হলেও তাদের ঘরে ধান না থাকায় কিছু দালাল বাজার থেকে কম দামে ধান কিনে ন্যায্যমূল্যে গুদামে বিক্রি করছে। সূত্রটি আরও জানায়, ঝিনাইদহে বিশেষ বরাদ্দের ধান ক্রয় চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বিশেষ বরাদ্দের ধান প্রকৃত কৃষকের কাছ থেকে কেনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাকিব সাদ সাইফুল ইসলাম জানান, আমরা সাধারণত কৃষিকার্ড, ভোটার আইডি ও তালিকা সঠিক আছে কিনা দেখি। তারপরও কোনো অনিয়ম হলে বা কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর