সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জমি দখলের অভিযোগে

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামে স্থানীয় মোশাররফ বাহিনীর বিরুদ্ধে ঈদগাহ মাঠ ও মাদ্রাসার জমি দখল, মুক্তিযোদ্ধা পরিবারের পুকুরের মাছ লুট, গাছের ফল লুট, আবাদী জমি দখল আর গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। গতকাল নাটোর ইউনাইটেড প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন, স্থানীয় মুক্তিযোদ্ধ তোজাম্মেল হক। ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা সরকার ও প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযুক্তরা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

গুরুদাসপুর থানার ওসি জানান, উভয়পক্ষই দীর্ঘদিন থেকে জমি বিষয়ে বিবদমান। উভয়পক্ষেই মামলা রয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর