সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হজ প্রার্থীদের টাকা নিয়ে উধাও

পঞ্চগড় প্রতিনিধি

হজে পাঠানোর নাম করে পঞ্চগড়ের কথিত এক মোয়াল্লেম প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন। এ ব্যাপারে জেলার হজ বঞ্চিত ৩৭ জন ব্যক্তি গতকাল জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। জানা যায়, সদর উপজেলার টুনির হাট ফকিরপাড়ার ওয়াছেত আলী শাহ ও তার ছেলে জাহাঙ্গীর শাহ নিজেদের মোয়াল্লেম পরিচয় দিয়ে ৩৭ হজ প্রার্থীর কাছ থেকে ফির টাকা নেন। ঢাকার এটিএম ট্রাভেলস অ্যান্ড টুরস লি. এবং সানফ্লাওয়ার এয়ার লিংকার্স নামের দুটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের হজে পাঠানোর কথা। ওই দুটি এজেন্সির হজ ফি আদায়ের রসিদ ব্যবহার করেই দুই মোয়াল্লেম টাকা তোলেন। টাকা পরিশোধ করলেও পরে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দুই মোয়াল্লেম।

তাদের মোবাইল ফোনও বন্ধ। জেলা প্রশাসক বলেন, ‘৩৭ জন মুসুল্লি আমার কাছে এসেছিলেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে মুসুল্লিগণের প্রাথমিক নিবন্ধন হলেও এবারের হজের মূল নিবন্ধন হয়নি। তাই তাদের হজে পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, এটিএম ট্রাভেলস অ্যান্ড টুরস লি. এবং সানফ্লাওয়ার এয়ার লিংকার্স নামের দুটি এজেন্সির প্রধান কার্যালয়ে যোগাযোগ করে জানা গেছে মুসুল্লিরা যে টাকা মোয়াল্লেমকে দিয়েছেন সেই টাকা এজেন্সি পায়নি।

সর্বশেষ খবর