বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দ্বন্দ্বে ঢাকা-হোমনা বাস চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

হোমনা, গৌরিপুর ও ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট করছেন মালিকপক্ষের একটি বড় অংশ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল সকাল থেকে ঢাকা-হোমনা সুপার সার্ভিস ও লোকাল সার্ভিসের সব বাস চলাচল বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীরা ঢাকার উদ্দেশে হোমনা থেকে সিএনজি অটোরিকশাযোগে ১৮ কি.মি. দূরত্ব অতিক্রম করে গৌরিপুর থেকে অন্যান্য বাসে চড়তে বাধ্য হচ্ছেন। একাধিক বাসমালিক ও শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস থেকে উত্তোলিত চাঁদায় রুটের আনুষঙ্গিক খরচ না মেটানো এবং হিসাব-নিকাশসহ মালিকদের মূল্যায়ন না করায় বর্তমান মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম উজ্জ্বলের সঙ্গে অন্য মালিকদের দূরত্ব তৈরি হওয়ায় বিদ্যমান সমস্যাটি অনেক দিন ধরেই চলছে। সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত যাওয়ার পরও এর সঠিক সমাধানে পৌঁছতে পারেনি মালিকদের উভয় পক্ষ। ফলে বুধবার সকাল থেকে মালিকদের একটি বড় অংশ বাস চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘটে আছে। হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, কমিটির দ্বন্দ্বে তিতাসের মালিকদের গাড়ি বন্ধ রেখেছে। শুধু ৬টি গাড়ি চলছে। তবে কথাবার্তাও চলছে। আশা করি এ সমস্যার সুষ্ঠু সমাধান হবে।

সর্বশেষ খবর