শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভাসতে ভাসতে ৫০ কি.মি গেল শিশু মমতা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভাসতে ভাসতে ৫০ কি.মি গেল শিশু মমতা

হাসপাতালে চিকিৎসাধীন মমতা

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ শিশু মমতাকে (৬) বগুড়ার সারিয়াকান্দি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মমতা যমুনা নদীতে ভাসতে ভাসতে বগুড়ায় এসে পৌঁছে। উদ্ধারের পর তাকে সায়িয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এলাকাবাসি বলছে, শিশুটি  আসলে যমুনা কন্যা। মমতা খাতুনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর হলকা গ্রামে। বাবার নাম ময়েন উদ্দিন।  জানা যায়, বুধবার দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়ন থেকে কয়েকজন ত্রাণের চাল নিয়ে হলকা হাওড়াবাড়ী এলাকায় যাচ্ছিল নৌকা নিয়ে। পথে রাত ৮ টার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন নিখোঁজ হন। এর মধ্যে ওই শিশুও ছিল। মমতা যমুনা নদীর পানিতে ভাসতে ভাসতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি চরে আটকে পড়ে। গতকাল ভোরে এলাকাবাসী তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি জানান, প্রায় ৫০ কিলোমিটার নদী পথে ভেসে ভেসে শিশুটি সারিয়াকান্দির ঘুঘুমারি চরে পৌঁছে। সায়িয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উত্তম কুমার রায় জানান, শিশুটি ভাল আছে।

সে পরিবারের সদস্যদের চিনতে পারছে।

 

সর্বশেষ খবর