শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘আমি তো ভাই মরি নাই’

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

‘আমি তো ভাই মরি নাই’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস। অফিসের নিচ তলার একটি কক্ষে ভোটার আইটি কার্ড সংশোধন নিয়ে লোকজনের ভিড়। তার মধ্যে মমিন মিয়া নামের এক ব্যক্তি পুরনো একটি আইডি কার্ড এগিয়ে দিয়ে বললেন, আমাকে স্মার্ট কার্ড দিন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কার্ডটি নিয়ে ইন্টারনেট ঘেঁটে বললেন, এই লোক তো মরে গেছেন। তখন মমিন মিয়া চোখ বড় বড় করে বললেন, ‘এই তো আমি। আমি তো ভাই মরি নাই।’ তার কথায় ওই কক্ষে থাকা সবাই হো হো করে হেসে উঠেন। তথ্য সংগ্রহকারীর ভুলে এমনটি হয়েছে বলে জানা গেছে। মমিন মিয়া কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর উত্তরপাড়ার টুক্কু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পরিবহন চালক।

মমিন মিয়া বলেন, এই দুঃখ কোথায় রাখি? আমাকে সামনে রেখে বলে তিনি তো মারা গেছেন। আমি দ্রুত আমার কার্ডটি ফেরত চাই।

এ বিষয়ে কুমিল্লা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলেন, সাদা কাগজে একটি দরখাস্ত এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র আনলে তার কার্ডটি করে দিতে পারব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর