শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ইউএনওকে ছাত্রীর চিঠি বখাটের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিজের বাল্যবিয়ে ও বখাটের উৎপাত থেকে রক্ষায় আশুগঞ্জ ও সরাইলের ইউএনওদ্বয়ের কাছে স্কুলছাত্রী মোমিনা চিঠি পাঠানোর একদিন পর অভিযুক্ত উছমান ভূইয়াকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে আশুগঞ্জের ইউএনও নাজিমুল হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত উছমান আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের শেখ সাদি ভূঞার ছেলে। ইউএনও নাজিমুল হায়দার জানান, মোমিনার চিঠির পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ডাকা হয়। সেখানে উভয়ের সঙ্গে কথা বলে উছমান ভূঞার বিরুদ্ধে স্কুলছাত্রীর করা অভিযোগ প্রমাণিত হয়। চিঠিতে মোমিনা উল্লেখ করে, তার মাকে হুমকি-ধামকি দিয়ে তার বিয়ের জন্য রাজি করানো হয়। তার বড় বোন এখনও অবিবাহিত। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মোমিনা বাড়ি থেকে পালিয়ে সরাইল উপজেলার কাটানিশার গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। ৩ আগস্ট উছমান সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে।

 

সর্বশেষ খবর