শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

২২ দিন পর শুরু গাইবান্ধা-ঢাকা ট্রেন চলাচল

গাইবান্ধা প্রতিনিধি

চলতি বছর ভয়াবহ বন্যায় গত ১৭ জুলাই গাইবান্ধার বাদিয়াখালী ও ত্রিমহোনী রেল স্টেশনের রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় গাইবান্ধার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ। পরবর্তীতে রেল লাইন মেরামতের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। ২২ দিন পর গতকাল মেরামত কাজ শেষ হলে এই পথে ট্রেন চলাচল আবার শুরু হয়।

বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৯টায় এই পথ অতিক্রম করে ৯টা ৫৫ মিনিটে গাইবান্ধা রেল স্টেশনে পৌঁছে। এখন থেকে এই পথে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসসহ সব ট্রেন চলাচল করবে।

 

সর্বশেষ খবর