শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন পরিষদগুলোর ভিজিএফ কার্ডধারিদের মাঝে বিতরণ করা হচ্ছে চাল। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১০ কেজি করে। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ গতকাল চাল বিতরণকালে এমন অভিযোগ তুলে ধরেন ইউপি কাউন্সিলর ও সুবিধাভোগিরা। বেগুনবাড়ি ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর রওশন আরা জানান, কাউকে ১৫ কেজি আবার কাউকে ১০ কেজি করেও দেওয়া হয়েছে। বেশিরভাগ সুবিধাভোগী বলেন, ‘১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। চাল বিতরণের সময় কিছু ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাল বিক্রি করে টাকা লেন দেন করছেন-এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। একই দিনে সদরের মোহাম্মদপুর, সালন্দর ও জগন্নাথপুর ইউনিয়নে চাল বিতরণের খবর পাওয়া গেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক ইউনিয়নে গড়ে ১ থেকে ২ হাজার কার্ডধারিকে চাল দেওয়া হচ্ছে। সুবিধাভোগীদের অভিযোগ অস্বীকার করে বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, ‘১৫ কেজি করেই চাল বিতরণ করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর