শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো খুলি-হাড়গোড়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে এসেছে মানুষের খুলিসহ হাড়গোড়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছে, বহু বছর আগে হয়তো ওই খানে কবরস্থান ছিল। কাউকে মেরে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল এমন মন্তব্যও কারো কারো। স্থানীয়রা জানান, মাহমুদপুর মহল্লার বিশা সেখের স্ত্রী আড়ানী ওরফে রহিমা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। সম্প্রতি মাদক বিক্রি ছেড়ে সুস্থপথে ফিরে আসেন তিনি। কয়েকদিন ধরে রহিমা পুরাতন বাড়ি ভেঙে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। বৃহস্পতিবার ভবনের সেপটিক ট্যাংকির জন্য শ্রমিকরা মাটি খোঁড়া শুরু করলে খুলিসহ হাড়গোড় বেরিয়ে পড়ে। এলাকাবাসী অবিলম্বে বাড়ির নির্মাণ কাজ রেখে হাড়গোড় পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় মসজিদের হুজুর শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পর শ্রমিকরা একটি বস্তায় হাড়গোড় নিয়ে আসে। আমি ভালভাবে না দেখলেও বস্তায় খুলিসহ হাড়গোড় ছিল। তাদের অনুরোধে এগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। বাড়িমালিক আড়ানী ওরফে রহিমা খাতুনের মেয়ে রত্না বলেন, ‘আমরা শুনেছি এখানে কবর ছিল। তাই মাটি খোড়ার সময় হাড়গোড় বেরিয়েছে। সিরাজগঞ্জ সদর ওসি মোহাম্মদ দাউদ জানান, বিষয়টি তাদের জানা নেই।   

সর্বশেষ খবর