শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় সরগরম মসলার বাজার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আসন্ন ঈদুল আজহা ঘিরে পশুর বাজারের পাশাপাশি বগুড়ায় ক্রেতাদের ভিড় বাড়ছে মসলার দোকানেও। রকম ভেদে প্রতিটি মসলার দাম কম-বেশি বেড়েছে। বাড়তি দামের কারণে চাহিদার তুলনায় কম মসলা কিনতে বাধ্য হচ্ছেন অনেকে।  ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদ এলেই ইচ্ছামতো মসলার দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, ঈদকে কেন্দ্র করে কোনো মসলার দাম বাড়েনি। যা বাড়ার তা আগেই বেড়েছে।

জানা যায়, সবচেয়ে দাম বেড়েছে সাদা এলাচের। প্রতি কেজিতে আড়াইশ থেকে সাড়ে তিনশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়। এছাড়া দারুচিনি প্রতি কেজি ৪২০-৫০, লবঙ্গ ৯০০-৯৫০, জিরা ৩২০-৩৫০ টাকা, সাদা গোলমরিচ ৭৫০-৭৮০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। মসলা ক্রেতা আবুল কালাম সরদার জানান, মাংসে স্বাদ বাড়াতে মসলার বিকল্প নেই। কিন্তু মসলার বাজারে যাওয়ার পরই যেন শরীর শিউরে ওঠে। ঈদের কারণে গরম মসলার তেজ ইচ্ছা মতো বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

সর্বশেষ খবর