শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

৩৩৩ সহায়তায় বন্ধ ২৫০০ বাল্যবিবাহ

নাটোর প্রতিনিধি

৩৩৩ সহায়তায় বন্ধ ২৫০০ বাল্যবিবাহ

তথ্য ও সেবা প্রাপ্তির ‘কল সেন্টার ৩৩৩’ এর মাধ্যমে নাটোরে ২৪৩টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার ‘কল সেন্টার ৩৩৩’ বিষয়ক সংবাদ সম্মেলন ও অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। বলা হয়, সারাদেশে এই সেন্টারের মাধ্যমে বন্ধ করা হয়েছে প্রায় আড়াই হাজার বাল্যবিবাহ। সাংবাদ সম্মেলন ও অবহিতকরণ সভার সভাপতি নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, তথ্য অধিকারের পরিধি বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কল সেন্টার ৩৩৩-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার খুব সহজে দ্রুততার সঙ্গে করা সম্ভব হচ্ছে। কল সেন্টার ৩৩৩ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাওয়া বলে উল্লেখ করেন তিনি। বাল্যবিবাহ ছাড়াও ইভটিজিং, পর্যটন তথ্য, ইসলামী মাসায়ালা, আয়কর ই-টিন, নিরাপদ অভিবাসন, আবহাওয়া, রেলসেবা ইত্যাদি সংক্রান্ত তথ্য ও সহযোগিতা ৩৩৩ কল সেন্টারে পাওয়া যায় বলে সাংবাদ সম্মেলনে জানানো হয়। সম্মেলনে সরকারের সামাজিক সুরক্ষা পেতে এই কল সেন্টারের ব্যাপক প্রচারণার মাধ্যমে জনসাধারণকে অবহিত করার মাধ্যমে সেবা গ্রহণে উৎসাহিত করার ওপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ খবর