শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জমজমাট পশুর হাট পাহাড়-সমতলে

প্রতিদিন ডেস্ক

জমজমাট পশুর হাট পাহাড়-সমতলে

ঈদুল আজহার বাকি মাত্র এক দিন। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর পশুর হাট। সমতলে যেমন জমজমাট পশুর হাট বসেছে তেমনি পিছিয়ে নেই পার্বত্য এলাকাও। পার্বত্য জেলা রাঙামাটিতেও জমে উঠেছে কোরবানির হাট। যদিও পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে ক্রেতা-বিক্রেতার। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : জেলার ১৭ উপজেলায় ৩৯৩টি হাটে চলছে পশু বেচা-কেনা। এসব হাটে স্থানীয় খামারি এবং পালনকারীদের গরু, ছাগল যেমন উঠেছে তেমনি দেশের বিভিন্ন স্থান থেকেও পশু আসছে। হাটগুলোর মধ্যে ৪৪ স্থায়ী ও ৩৪৯টি অস্থায়ী। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পশু হাটগুলোতে অবৈধভাবে গরু না আসায় খুশি পশুখামারি, পালনকারী ও বেপারীরা খুশি।

চুয়াডাঙ্গা : জেলার ৮টি পশুর হাটেই এখন ক্রেতা-বিক্রেতার ভিড়। পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন হাট থেকে হাটে। তবে দাম নিয়ে খামারি ও ক্রেতারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, চুয়াডাঙ্গা যে পরিমাণ কোরবানির পশু রয়েছে তাতে জেলার চাহিদা মিটিয়েও অন্য জেলার চাহিদা পূরণ করবে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, কোরবানির ঈদ সামনে রেখে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে নজরদারি। রাঙামাটি : রাঙামাটি শহরে এবার বসেছে দুটি পশুর হাট। এসব হাটে বাজার দখল করেছে কাপ্তাই, বরকল, লংগদু, জুরাছড়ি, নানিয়ারচর  ও বিলাইছড়ি উপজেলা পাহাড়ি গরু। প্রতিদিন ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে আনা হচ্ছে গরু-মহিষ ও ছাগল। একই সঙ্গে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, পশুর হাটে জালনোট চিহ্নিত করার জন্য মেশিন দেওয়া হয়েছে। দালালের দৌরাত্ম্য বন্ধে সাদা পোশাকেও পুলিশের সর্বাক্ষণিক টহল থাকছে হাটে।

সর্বশেষ খবর