শিরোনাম
শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পরিবহনে বাড়তি ভাড়া আদায়!

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর হয়ে চলাচলকারী কয়েকটি যাত্রীবাহী পরিবহন গতকাল থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠেছে। প্রভাতী-বনশ্রী পরিবহনসহ কয়েকটি পরিবহনের ভ্রমণ করা যাত্রীরা এ অভিযোগ করেন। ট্রাফিক বা হাইওয়ে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

গতকাল বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মালেকেরবাড়ী এলাকায় স্ত্রী, সন্তান নিয়ে বাসে উঠার জন্য অপেক্ষা করছিলেন মজিবুর রহমান। তিনি হাজীর পুকুর এলাকার মেট্রিক্স পোশাক কারখানার শ্রমিক। মজিবুর বলেন, বাসে সিট খালি অথচ ময়মনসিংহের ভাড়া দ্বিগুণ চায়। ফলে কোনো বাসেই উঠতে পারছি না। বিমানবন্দর হাজী ক্যাম্প শাখার ইসলামী ব্যাংকে কর্মরত মাহমুদ হাসান বলেন, তারা তিনজন প্রভাতী-বনশ্রী পরিবহনযোগে বিমানবন্দর বাসস্ট্যান্ড থেকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪৫০ টাকা ভাড়ার শর্তে বাসে উঠেছেন। একই বাসের যাত্রী সেলিম মিয়া ১১০ টাকার টিকিট দেখিয়ে বলেন, তাকে ঢাকা থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ১১০ টাকার টিকিট ১৫০ টাকায় কিনতে হয়েছে। একই অভিযোগ করেন প্রভাতী-বনশ্রী পরিবহনের আরও কয়েক যাত্রী। মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার এসআই সুজন প-িত বলেন, ‘এমন অভিযোগ পায়নি। অতিরিক্ত বা দ্বিগুণ ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর