শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘সরকার চাইলেই পাহাড়ে সন্ত্রাস দমন করতে পারে’

রাঙামাটি প্রতিনিধি

সরকার চাইলেই পাহাড়ে সন্ত্রাস দমন করতে পারে বলে মন্তব্য করেছেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেছেন, প্রশাসনের দ্বারা সবই সম্ভব। তবে সন্ত্রাস দমন করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। প্রকৃত সন্ত্রাসদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে পাহাড়ে যেসব সমস্যা রয়েছে তা রাজনৈতিক পদ্ধতিতে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি পার্বত্যাঞ্চলের মানুষদের প্রত্যাগত পরিচয় ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান।  গতকাল রাঙামাটি পৌরসভা চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর