শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাসেল পার্ক থেকে ক্রসবার বাঁধ-৩ পর্যন্ত ভাঙন আতঙ্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

বর্ষা মৌসুমে শহীদ শেখ রাসেল শিশু পার্কের দক্ষিণ থেকে ক্রসবার বাঁধ-৩ পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা ধানবান্ধি-পুঠিয়াবাড়ীর ৮০০ পরিবারের কয়েক হাজার বসতবাড়ি প্রায় ৮-১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। একদিকে যেমন বসতবাড়িগুলো হুমকিতে থাকে অন্যদিকে প্রবল স্রোত ক্রসবার বাঁধ-৩ আঘাত হানায় বাঁধটি হুমকির মুখে রয়েছে। গত বছরও স্রোতের কারণে ক্রসবার বাঁধটি ভেঙে গিয়েছিল। ভাঙন অব্যাহত থাকলে সিরাজগঞ্জের ঐতিহ্য মতিন সাহেবের ঘাটটি হুমকির মুখে পড়বে। এ অবস্থায় স্থানীয়রা রাসেল পার্কের দক্ষিণ হতে ক্রসবার বাঁধ-৩ পর্যন্ত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় পুঠিয়াবাড়ী-মতিন সাহেব ঘাট এলাকার বাসিন্দা সাগর চৌধুরী পল্টু, নজরুল ইসলাম, আবু হানিফ, এন্তাজ আলী, আবদুস সালাম জানান, প্রতি বছর ঘরবাড়ী তলিয়ে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢেউয়ের আঘাতে ও ভাঙনে বসতভিটা বিলীন হয়ে যায়। বাঁধ নির্মাণ হলে অন্তত ৮০০ পরিবারের হাজার হাজার মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আপাতত বাঁধ নির্মাণের পরিকল্পনা নেই। তবে বসতবাড়িগুলো উঁচু করে নির্মাণ করলে সমস্যা থাকবে না।

সর্বশেষ খবর