শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ধুনটে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।

ফলে নির্মাণের অল্প দিনেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ধুনট উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, চিকাশী ইউনিয়নের মুরাগাছা বাজার থেকে গজারিয়া তিনমাথা মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ দরপত্রের মাধ্যমে মেসার্স ইসলাম এন্টারপ্রাইজকে দেওয়া হয়। দুই মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের ম্যানেজার গোলাম রব্বানী বলেন, ‘এ সময় ভাটাগুলোতে ইট পাওয়া যায় না। তাই হয়তো কিছু ইটের খোয়া খারাপ বের হয়েছে।’ ধুনট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর