শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ

গাজীপুর প্রতিনিধি

জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা (তিনসড়ক) এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, কারখানায় ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছে। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ ও কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানান, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে তারা কারখানায় বিক্ষোভ শুরু করে। তারপরও কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় বিক্ষুব্ধ কিছু শ্রমিক কারখানার দরজা-জানালার কাঁচ, আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে তারা কারখনার পার্শ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে। এতে সড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর