শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চার দিনে সড়কে ঝরল ৩৮ প্রাণ

প্রতিদিন ডেস্ক

চার দিনে সড়কে ঝরল ৩৮ প্রাণ

সড়ক দুর্ঘটনায় ১৭ জেলায় ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত চার দিনে এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রংপুর : ঈদের দিন সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর নামক স্থানে ব্যাটারিচালিত রিকশাভ্যানকে চাপা দেয় ট্রাক। এতে ভ্যানে থাকা মনির নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই মারা যায়। ওই দুর্ঘটনায় আহত অবস্থায় রাকিব (১৪) ও শাওনকে (১৬) রংপুর মেডিকেলে ভর্তি করা হলে মঙ্গলবার দুজনের মৃত্যু হয়। তারাগঞ্জ উপজেলায় বাস উল্টে খাদে মারা গেছেন সাবের (৩৮) নামে এক যুবক। এদিকে মঙ্গলবার নগরীর ভুরারঘাট পালিচড়া সড়কে গাড়িচাপায় মৃত্যু হয়েছে আলেয়া বেওয়া (৬৩) নামে এক বৃদ্ধের। কাউনিয়ায় গতকাল বাস-অটোবাইক সংঘর্ষে রশিদ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সিরাজগঞ্জ : রায়গঞ্জে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় বাস। এ সময় ঘটনাস্থলেই মোর্শেদা নামে এক নারী মারা যান। গুরুতর আহত মোর্শেদার স্বামী রফিকুল ইসলামসহ দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। সেখানে রফিকুল ইসলাম মারা যান। হাটিকুমরুলের কামারবাড়ি ব্রিজ এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মিঠুন কুমার মারা যান। আহত হন ১০ জন। হতাহতদের মধ্যে একজন চিকিৎসাধাীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া ওই বাসের ধাক্কায় মিলন চৌকিদার নামে এক ব্যক্তির ছিটকে পড়ে মৃত্যু হয়। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় গরুবোঝাই ট্রাক খাদে পড়ে তিন গরু বেপারি নিহত হন। আহত হয়েছেন ছয়জন। গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ মনোয়ার (২৪), ওবায়েদ ( ৪২) ও ইজাহার (৪৫)। দিনাজপুর : নবাবগঞ্জে চলন্ত পিকনিক বাসের ছাদ থেকে পড়ে বুলবুল নামে এক যুবক নিহত হয়েছেন। বুলবুল (২২) জয়পুরহাটের পাঁচবিবির আপিল উদ্দিনের ছেলে। একই উপজেলায় সড়কে প্রাণ গেছে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির। অপরদিকে ঈদের দিন ঘুরতে যাওয়ার সময় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে শাহরিয়ার নাফিস ও আসাদুল্লাহ আল গালিব নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কুমিল্লা : চান্দিনার পালকি সিনেমা হল সংলগ্ন স্থানে গত রবিবার রাতে মাইক্রোবাস দুর্ঘটনায় দুজন নিহত হন। আহত হন ১০ যাত্রী। নিহতরা হলেনÑ জাহাঙ্গীর (৩৮) ও ইব্রাহীম (৬)। বগুড়া : শাজাহানপুরে দুই বাসের সংঘর্ষে দুই গাড়ির চালকসহ তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজারে বগুড়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে ঢাকাগামী আহাদ পরিবহনের গতকাল এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- আহাদ পরিবহনের চালক, শ্যামলী পরিবহনের চালক ও রংপুর সদর উপজেলার কামার হাছনা গ্রামের খায়রুলের স্ত্রী রানু বেগম (৪৫)। নরসিংদী : শিবপুরে মঙ্গলবার রাতে দুই বাসের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার ধানুয়া গ্রামের হারুন মিয়ার মেয়ে লামিয়া (২৪) ও বৈলাব গ্রামের রিপন মিয়া (৩৫)। লামিয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। গাইবান্ধা : গাইবান্ধা সদরে মঙ্গলবার রাতে অটোটেম্পুর সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষে দুজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খোরশেদ (৩০) ও রোমান (২০)। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত রবিবার রাতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল সায়মন ইসলাম দুর্জয় ঢাকার উত্তরখানে আবদুস সালামের ছেলে। অপর নিহতের নাম মেরুল। তার বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়।  নওগাঁ : ধামইরহাটে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় এক বৃৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহম্মদ আলী (৬৫)। মান্দায় মঙ্গলবার ভুটভুটি উল্টে আকলিমা (৩২) নামে এক গৃহবধূ নিহত এবং স্বামী ও দুই সন্তান আহত হয়েছে। এছাড়া নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, খুলনা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে।

সর্বশেষ খবর