বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাঁচ নারীর লাশ উদ্ধার শিশুসহ নিখোঁজ ৭

তিন জেলায় নৌকাডুবি

প্রতিদিন ডেস্ক

পাঁচ নারীর লাশ উদ্ধার শিশুসহ নিখোঁজ ৭

জামালপুরে নিহত রিনা বেগমের স্বজনদের আহাজারি -বাংলাদেশ প্রতিদিন

বগুড়া, সিরাজগঞ্জ ও হবিগঞ্জে নৌকা ডুবে পাঁচ নারীর মৃত্যু হয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জের দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন শিশুসহ সাতজন। প্রতিনিধিদের খবর- বগুড়া : যমুনা নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শিশুসহ পাঁচজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পাকুরিয়ার চর এবং বাটিয়ার চরের মাঝামাঝি এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম (৫৮) ও জোহরা বেগম (৩০)। সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত আলী জানান, শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা মঙ্গলবার মানিকদাইড় ঘাট থেকে উপজেলা সদরের দিকে রওনা হয়। ঈদের পরদিন আত্মীয়-স্বজনের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যেই তারা নৌকায় উঠেছিল। পাকুরিয়ার চর এবং বাটিয়ার চরের মাঝামাঝি এলাকায় পৌঁছার পর তলা ফেটে নৌকাটি দ্রুত ডুবে যায়। সিরাজগঞ্জ : কাজিপুরে যমুনা নদীতে বিয়ের বরযাত্রীবাহী নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল সিন্নার চর এলাকায় গতকাল এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত রিনা বেগম (৫০) জামালপুরের সরিষাবাড়ী থানার জাবেদ তরফদারের স্ত্রী।

হবিগঞ্জ : মাধবপুরের হাওড়ে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ধনকুড়া হাওড়ে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফজল হকের স্ত্রী সায়েরা (৬০) ও মনসুর আলীর স্ত্রী সৈয়দ বানু (৬২)। নিহত সায়েরার ছেলে আক্কাছ জানান, চিতনা গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় ৩০ আরোহী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খমড়পুর যাওয়ার সময় মাচাং ভেঙে নৌকাটি ডুবে যায়।

সর্বশেষ খবর