শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঈদ শুধুই তাদের স্বপ্ন

লালমনিরহাট প্রতিনিধি

চার দিকে ঈদের আমেজ বিরাজ করলেও ভাগ্যের নির্মম পরিহাসে ঈদ আনন্দ এবারও ফিকে হয়েছে লালমনিহাটের তিস্তা-ধরলা বিধৌত ৬৩টি চরের মানুষের। নদীর মাঝখানে জেগে ওঠা এসব চরবাসীর কপালে ঈদের আগে জোটেনি তেমন সাহায্য-সহযোগিতা। ঈদের দিনও চরের বেশিরভাগ মানুষ পাননি এক টুকরা মাংস। দুই দফা বন্যা আর নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব। ঈদ আনন্দ তাদের কাছে শুধুই স্বপ্ন। ঈদের দিন চরগুলোতে ঘুরে জানা যায়, তিস্তা-ধরলায় এখন পানি না থাকলেও বন্যা ও নদীভাঙনের শিকার মানুষগুলোর দুরাবস্থা। গত রবিবার রাত থেকে নদীভাঙনের তীব্রতা বাড়ে। এ কারণে ভাঙনকবলিত এসব এলাকার অধিকাংশ মানুষই যেতে পারেননি ঈদ জামায়াতে। ঈদের দিন চরাঞ্চলের মানুষের সময় কেটেছে ভাঙনের হাত থেকে বাড়ি রক্ষায় বাঁধে বালুর বস্তা ফেলে। আক্ষেপ করে অনেকে জানান, এটাই তাদের জীবন। বলেন, ‘আমাদের মতো গরিবদের আনন্দ বলতে কিছু নেই।’ নদী চরবেষ্টিত কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, চরের অভাবি মানুষগুলোর ঈদ নেই বললেই চলে। সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তা দিয়ে ঈদ হয় না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর