বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ক্লিনিকে রাতভর হামলা, লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ক্লিনিকে রাতভর হামলা, লুট

ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে হামলা ভাঙচুর করে দুর্বৃত্তরা -বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ক্লিনিকে রাতের আঁধারে বুলডোজার দিয়ে সীমানা প্রাচীর ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। করাত দিয়ে ক্লিনিকের সীমানায় থাকা গাছও কেটে ফেলা হয়। বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ, ইন্টারনেট লাইন, সিসি টিভি ক্যামেরার সংযোগ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত চলে এ তান্টব। জানা যায়, জেলা সদর হাসপাতালের প্রধান ফটক থেকে ৩০-৪০ ফুট দূরত্বে সংসদের সাবেক চিপ হুইপ, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদের বাড়ি। এ বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একদল লোক বুলডোজার নিয়ে এসে ওই ক্লিনিকে ভাঙচুর চালায়। তারা সাতটি ট্রাক্টরে করে মালামাল লুটে নেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিকের টেকনিশিয়ান শফিক মিয়া বলেন, ‘শতাধিক লোক বুলডোজার নিয়ে ভাঙচুর শুরু করে। তাদের বাধা দিতে গেলে পৌরসভা থেকে এসেছেন বলে জানান।’ ক্লিনিকের পরিচালক আজিজুল হক জানান, দুর্বৃত্তরা ক্লিনিকের দুটি ফটক, একটি জেনারেটর, একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন ও একটি এসি নিয়ে গেছে। হামলায় নষ্ট হয়েছে তিনটি জেনারেটর, সাতটি এসি, একটি আলট্রাসনোগ্রাফি মেশিন ও পাঁচটি কম্পিউটার।

সর্বশেষ খবর