Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৪ আগস্ট, ২০১৯ ২৩:২৫

পানিতে ডুবে শিশুসহ পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে শিশুসহ পাঁচজনের মৃত্যু

চার জেলায় পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর- ব্রাহ্মণবাড়িয়া : সোমবার দুপুরে নাসিরনগরে মেঘনা নদীর তীরে খেলতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় সিয়াম (৪) নামে এক শিশু। বিকালে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে। এদিকে, একই সময় উপজেলার চিতনা গ্রামের সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যায় মঈন (৫) নামে আরেক শিশু। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার বারোঘরিয়া নদীতে গোসল করতে নেমে সেফাউর রহমান সাফি (২৫) নামে প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ : কাজিপুর উপজেলায় খাসরাজবাড়ী এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে গতকাল পানিতে পানিতে ডুবে পরী খাতুন (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। জামালপুর : দেওয়ানগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে হাবিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ পৌর এলাকার হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব একই এলাকার মনির হোসেনের ছেলে।

 

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর