বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইল উপজেলার কলেজছাত্র ইকরাম হোসেন (১৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে ইকরামকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যায় ইকরামের এক ভাগ্নেও সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- ইমরানুল হাছান সাদী, নাজিম উদ্দিন ও নাজমা বেগম। ক্ষোভ থেকেই মামা ইকরামকে হত্যার মিশনে অংশ নেওয়ার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভাগ্নে সাদী। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নিহত ইকরাম হোসেন সরাইল উপজেলার বর্ডার বাজার এলাকার শহিদ মিয়ার ছেলে। সে সরাইল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। উল্লেখ্য, গত ১০ আগস্ট রাতে নিজ ঘরে খুন হয় ইকরাম। পরদিন তার লাশ উদ্ধার করা হয়।

 এ ঘটনায় ইকরামের বাবা শহিদ মিয়া ১১ আগস্ট সরাইল থানায় মামলা করেন।

সর্বশেষ খবর