বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

যেখানে ভাঙন সেখানেই সর্বাত্মক ব্যবস্থা

-এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘যেখানেই নদীভাঙন সেখানেই প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ায় এ বছর নদীভাঙনের পরিমাণ অনেক কম। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নড়িয়াসহ সারা দেশে নদীভাঙন কবলিত এলাকা রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে নদীভাঙন সেখানেই কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। বিশেষ করে নড়িয়ার ভাঙন রোধে আগাম ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে প্রায় ৩০ লাখ জিওব্যাগ ডাম্পিং করেছি। এ ছাড়া জরুরি ভাঙন রোধে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকার পদ্মার ডানতীর রক্ষাবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শনকালে গত  রবিবার তিনি এ কথা বলেন। এ সময়ে মন্ত্রীর সঙ্গে ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায় প্রমুখ।

সর্বশেষ খবর