বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

স্বপ্নকে জয় করতে মাদকের বিরুদ্ধে থাকুন : নঈম নিজাম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ময়ূরা উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ময়ূরা স্কুল ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম। অনুষ্ঠানে উপজেলার ৪০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় নঈম নিজাম বলেন, ‘তরুণদের বাঁচাতে হলে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে। যদি আপনাদের স্বপ্নকে জয় করতে চান তাহলে মাদকের বিরুদ্ধে থাকুন। সন্ত্রাসের বিরুদ্ধে থাকুন। আমরা মাদকমুক্ত তারুণ্য দেখতে চাই। যে তারুণ্য জয় করবে বাংলাদেশকে।’ বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, বৃহত্তর লাকসামের নারী নওয়াব ফয়জুন্নেছা দেড়শ বছর আগে ব্রিটিশ সরকার থেকে নওয়াব উপাধি জয় করতে পারলে এ সময়ের শিক্ষার্থীরা কেন নিজেদের এগিয়ে নিতে পারবে না। কুমিল্লার সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে নঈম নিজাম বলেন, সংগীতশিল্পী শচীন দেব বর্মণ আর জাতীয় কবি কাজী নজরুল কুমিল্লায় একসঙ্গে গান গেয়েছেন। কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম বাংলা ভাষার দাবি জানিয়েছিলেন। অধ্যক্ষ কালাম মজুমদার ও জয়নাল আবেদীনের মতো রাজনীতিবিদরা মানবতার রাজনীতি করে গেছেন। কুমিল্লার সন্তান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দীন কালু। রবিউল হোসেন রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন কে এম সিংহ রতন, আবু বকর ছিদ্দিক আবু, এ কে এম সাহাব উদ্দিন, আবদুল মালেক প্রমুখ।

সর্বশেষ খবর