Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ আগস্ট, ২০১৯ ০১:৩৯

হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল নগরকান্দা

যুবলীগ নেতাদের গুলিতে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল নগরকান্দা

আওয়ামী লীগের উঠান-বৈঠকে কেন্দ্রীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় দুজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কাইচাইল ইউনিয়নজুড়ে শোকাবহ অবস্থা বিরাজ করছে। চলছে নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। গুলিবর্ষণে নিহত হন কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ব্যাংক কর্মকর্তা রওশন মিয়া (৫২) ও একই এলাকার তুহিন মিয়া (২৪)। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও ১২ জন। এদের মধ্যে গোলাম রসুল ও গোলাম মাওলাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল এখন নগরকান্দা উপজেলা। ঘটনার পর থেকে খুনিদের বিচার চেয়ে মিছিল-সমাবেশ হচ্ছে। মঙ্গলবার বিকালে নগরকান্দা এম এন একাডেমির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের হয়। ১০ আগস্ট বিকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে আওয়ামী লীগের উঠান-বৈঠকে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হন ১৪ জন। এদের মধ্যে দুজন নিহত হন। জোড়া খুনের ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়সহ ছয়জনকে আটক করেছে পুলিশ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর