শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

প্রতিদিন ডেস্ক

গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ছিল গতকাল। সারা দেশে বিনম্র্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয় দিনটি। আয়োজন করা হয় নানা কর্মসূচির। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকর‌্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তদান, গণভোজ, দোয়া-মাহফিল, বিশেষ প্রার্থনা। প্রতিনিধিদের খবর-

কুমিল্ল­া : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, মুজিবুল হক মুজিব এমপিসহ অন্য নেতারা। টাউনহল থেকে বের হয় শোকর‌্যালি। এতে নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নগরীর রামঘাটলার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বগুড়া : জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগ। পরে শোকর‌্যালি শহর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে শোকসভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন ডা. মকবুল হোসেন, মজিবর রহমান মজনু, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল প্রমুখ। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়। ধুনটে কর্মসূচিতে ছিলেন হাবিবর রহমান এমপি। গাজীপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বের হয় শোকর‌্যালি। র‌্যালি শেষে বঙ্গতাজ মিলনায়তনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। দুপুরে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তৃতা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ইকবাল হোসেন সবুজ এমপি, সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। জামালপুর : শোকর‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, অ্যাডভোকেট বাকী বিল্লাহ। এ ছাড়া দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। নড়াইল : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাত, র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক আনজুমান আরা, অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি : শোকর‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। উপস্থিত ছিলেন কংজরী চৌধুরী, শহিদুল ইসলাম। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া খাগড়াছড়ি পৌরসভা হলরুমে পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া : র‌্যালি শেষে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, আনিসুর রহমান, মিসেস নায়ার কাবির, আল মামুন সরকার। আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাঁপাইনবাবগঞ্জ : জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন রুহুল আমিন ও আবদুল ওদুদ। পরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  এর আগে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ পৃথক শোকর‌্যালি বের করে। এ ছাড়া শোক সভা, কোরআনখানি, দোয়া ও মাহফিলের আয়োজন ছিল।  গাইবান্ধা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আবদুল মতিন, আবদুল মান্নান মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ ছাড়া কোরআনখানি, দোয়া মাহফিল, শোকর‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জজ আদালতের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিলীপ কুমার ভৌমিক। নওগাঁ : জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, খাবার বিতরণে মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি। র‌্যালিতে নেতৃত্ব দেন হারুন অর রশীদ।  টাঙ্গাইল : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে শোক শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, শহীদুল ইসলাম, সঞ্জীত কুমার রায়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  পঞ্চগড় : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া মাহফিল, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। পটুয়াখালী : জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, মতিউল ইসলাম চৌধুরী প্রমুখ। এরপর বের হয় শোকর‌্যালি। র‌্যালি শেষে রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নীলফামারী : জাতির জনকের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শোকর‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আশরাফ হোসেন, দেওয়ান কামাল আহমেদ। শরীয়তপুর : সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কাজী অবু তাহের, আবদুল মমিন, সাবেদুর রহমান খোকা সিকদার। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নেত্রকোনা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। প্রথমেই জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবুর রহমান শেফালী। পরে আলোচনা সভায় সর্বস্তরের মানুষ অংশ নেন। লক্ষ্মীপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে শোকর‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অঞ্জন চন্দ্র পাল, ড. এএইচএম কামরুজ্জামান, গোলাম ফারুক পিংকু, অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। মাগুরা : র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। প্রধান অলোচক ছিলেন অ্যাডভোকেট বীরেণ শিকদার এমপি। মানিকগঞ্জ : জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব শ্রেণির মানুষ। পরে বের হয় শোকর‌্যালি। এতে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, এসএম ফেরদৌস, রিফাত রহমান শামীম, গোলাম মহীউদ্দীন প্রমুখ অংশ নেন। মেহেরপুর : আনোয়ার হোসেনের নেতৃত্বে¡ র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে ডা. শহীদ শামসুজোহা পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে গোলাম রসুল, এসএম মুরাদ, এমএ খালেক প্রমুখ অংশ নেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এর পর শহরে শোকর‌্যালি বের হয়। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাটোর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বের হওয়া শোক শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। মো. শাহ রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লিটন কুমার সাহা, উমা চৌধুরী জলি, শরিফুল ইসলাম রমজান প্রমুখ। জেলার সব মসজিদে মিলাদ মাহফিল এবং মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। যশোর : শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন শফিউল আরিফ। তার সঙ্গে ছিলেন মঈনুল হক, শহিদুল ইসলাম মিলন প্রমুখ। পরে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে।  কিশোরগঞ্জ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে শোকর‌্যালি বের হয়। র‌্যালিতে অ্যাডভোকেট জিল্লুর রহমান, সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। ফরিদপুর : ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এর আগে শোকর‌্যালি বের হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ। বাগেরহাট : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহর প্রদক্ষিণ করে শোকর‌্যালি। পরে আলোচনা সভা হয়। র‌্যালিতে ডা. মোজাম্মেল হোসেন এমপি, শেখ কামরুজ্জামান টুকু, মামুনুর রশীদ প্রমুখ অংশ নেন। চাঁদপুর : জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাজেদুর রহমান খান, জিহাদুল কবির, নাছির উদ্দিন আহমেদ। এর পর শোকর‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা : শোকর‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। র‌্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে শোকর‌্যালি বের হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। মাহমুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া হাবিপ্রবি নানা আয়োজনে দিবসটি পালন করেছে। দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি ও মেঘনায় পৃথকভাবে দলীয় নেতা-কর্মিরা কাঙালি ভোজ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শোক র‌্যালির  আয়োজন করেন। মেঘনা উপজেলা কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান রতন শিকদারের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, দাউদকান্দি পৌরসভা কার্যালয়ে আলোচনা সভায় পৌর মেয়র নাইম ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রকিব উদ্দিন। 

সর্বশেষ খবর