শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর আদর্শ হত্যা করতে পারেনি খুনিরা

-এ বি তাজুল ইসলাম

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতার পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে। বঙ্গবন্ধুকে হত্যা করলেও খুনিরা তার আদর্শকে হত্যা করতে পারেনি। আজও বাংলার ঘরে ঘরে তার আদর্শ প্রদীপ হয়ে জ্বলছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউএনও শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসু ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, সায়েদুল ইসলাম ভূঁইয়া, তফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান ভূঁইয়া, জুয়েল আহমেদ, আলাউদ্দিন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর