শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শ্রমিকলীগের অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা জাতীয় শ্রমিকলীগের অফিস ভাংচুর হয়েছে। বুধবার রাতে পৌর শহরের সিএনজি স্ট্যান্ডে ওই অফিসটিতে কে বা কারা ভাঙচুর চালায়। পুলিশ জানিয়েছে  ঘটনার তদন্ত করছেন তারা। জানা গেছে, অফিসটির কয়েকশ’ ফুট দূরত্বে ওই রাতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ফোরকান মৃধার বাড়িতে ওড়স ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গন্ডগোল থেকে অফিসটিতে হামলা হয়।

জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মো. রহিছ মিয়া জানান, তিনি সকালে অফিসে গিয়ে দেখতে পান ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। তবে কারা এই ভাঙচুরে জড়িত তা তিনি জানেন না। তবে অন্যসূত্র জানিয়েছে, আওয়ামী লীগ নেতা শাহরিয়ার বাদলকে বক্তৃতা না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওড়সে হট্টগোল হয়। সেখানে কয়েকটি ওচয়ার ভাঙচুর করা হয়। এর জের ধরে পরে জাতীয় শ্রমিকলীগের অফিস ভাঙচুর করা হয়। তবে জেলা আওয়ামী লীগ সদস্য শাহরিয়ার বাদল ভাঙচুরের কোনো ঘটনা হয়নি বলে দাবি করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহমেদ জানিয়েছেন, তারা ঘটনার তদন্ত করছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর