শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বিনামূল্যে চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দুই শতাধিক গরিব ও দুস্থ রোগীদের দেওয়া হয়েছে বিনা মূল্যে চিকিৎসা সেবা। গতকাল দুপুরে জয়পুরহাট শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেন বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ (বিটিইপি) জয়পুরহাট জেলা শাখা। ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন উপলক্ষে এক আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মো: রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু। -জয়পুরহাট প্রতিনিধি

শোকসভা

কুমিল্লার বুড়িচং উপজেলার খ্যাতিমান ব্যক্তিত্ব, সমাজসেবক বিএম কুদ্দুসের স্মরণে শোক সভা ও দোয়ার মাহফিল হয়েছে। শংকুচাইল ডিগ্রি কলেজ মিলনায়তনে এই শোকসভা হয়। রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমাজ সেবক ও রাজনীতিবিদ বিএম কুদ্দুসের শিক্ষার প্রসার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন। পারভেজ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, ফিরোজ আহমেদ খান, মাসুদুর রহমান মাসুদ, আনিসুর রহমান, আবদুল মান্নান খান, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান খান, ডা. নজরুল ইসলাম শাহীন, আবদুস সাত্তার ভুইয়া, মাসুদ রানা আজিম ও রণক ইকরাম। গত ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

-কুমিল্লা প্রতিনিধি

মতবিনিময়

আমতলী পৌরসভার উদ্যোগে আইন শৃঙ্খলা উন্নতি, পাহারাদার নিয়োগ, মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার রাতে পৌরসভা মিলনায়তনে এ সভা হয়। পৌরমেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। -আমতলী প্রতিনিধি

কৃতী শিক্ষার্থী গুণীজন সংবর্ধনা

ধামইরহাট উপজেলায় গণিত অলিম্পিয়াড, কৃষিবিষয়ক আলোচনা এবং কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভাতকু-ু কে এন উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি। মীর ইফতেখার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ওসমান গনি তালুকদার, রাবির আরবি বিভাগের প্রধান প্রফেসর আতোয়ার হোসেন, রাবির সহযোগী অধ্যাপক ড. এম এম সৈয়দ মোস্তফা জাহিদ, রুয়েটের প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ইকবাল মতিন, শেকৃবির ইংরেজি বিভাগের প্রধান আকতার হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শিরিন আকতার, গ্রিন ইউনিভার্সিটির আইটি বিভাগের প্রধান ড. ফিজার আহমেদ।

-নওগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর