শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বজ্রপাতে দুই ভাইসহ পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে দুই ভাইসহ পাঁচজনের মৃত্যু

জামালপুর, রাজশাহী ও দিনাজপুরে গতকাল বজ্রপাতে দুই ভাইসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুর : বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। জামালপুর সদরের তিতপল্যা ইউনিয়নে এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে গতকাল এ বজ্রপাতের ঘটনা ঘটে। ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ্ মাসুদ জানান, গতকাল সকালে চেংটিমারি গ্রামের পূর্বপাড়ার আবদুল লতিফ মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৫) ও আল-আমিন (১৭) বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে বিকালে জামালপুর সদরের নারায়ণপুরে বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়। পুলিশ জানায়, নারায়ণপুর পূর্বপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে সাইদুল ইসলাম বৃষ্টির মধ্যে বাড়ির পাশে বীজতলায় কাজ করার সময় বজ্রাহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজশাহী : রাজশাহীর চারঘাটে বজ্রপাতে আসলাম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আসলাম উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের ওয়াজ আলীর ছেলে। গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আসলাম আলী বাড়ির পাশে খেজুর গাছে উঠে শুকনা ডালপালা কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুর : বিরল উপজেলায় গতকাল দুপুরে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই মোতালেব। নিহত আবু বক্কর সিদ্দিক (৩০) বিরলের বেনীপুর গ্রামের মনছুর আলীর ছেলে।

 

সর্বশেষ খবর