শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে দেড় কিমি রাস্তা সংস্কার

দিনাজপুর প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে দেড় কিমি রাস্তা সংস্কার

গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে বার বার ধরনা দিলেও লাভ হয়নি। সড়কে দুর্ভোগ দিন দিন বেড়েই চলে। এ অবস্থায় স্থানীয় শাপলা ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কিসামত খড়িকাদাম গ্রামের শাপলা ক্লাবের উদ্যোগে গত রবিবার থেকে স্বেচ্ছাশ্রমে রাস্তার সংস্কার শুরু হয়। এ রাস্তার ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঈদের কারণে দুই দিন বন্ধ রেখে আবার কাজ শুরু। গতকাল শুক্রবার সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল।

ওই গ্রামের আল আমিন ইসলাম বলেন, রাস্তাটির বেহালদশায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা। বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এমনকি এমপির কাছে অনুরোধ করেও লাভ হয়নি।

 

সর্বশেষ খবর