শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রায়পুরে সাত গ্রাম প্লাবিত ফসলের ব্যাপক ক্ষতি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে সাত গ্রাম প্লাবিত ফসলের ব্যাপক ক্ষতি

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সড়কে হাটু পানি

লক্ষ্মীপুরের রায়পুরে টানা বর্ষণ এবং মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে গ্রামগুলোর বাসিন্দারা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। ফেঁসে গেছে উপজেলার পুকুর ও ঘেরের অর্ধকোটি টাকার মাছ। প্লাবিত গ্রামগুলো হলো- জালিয়ার চর, হাজীমারা, কুচিয়ামোড়া, চরলক্ষ্মী, চর কাচিয়া, চর ঘাশিয়া, টুনুর চর।

মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছপালা, কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অনেক স্থানে বসতঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাট হাঁটু পানিতে ডুবে আছে। তলিয়ে গেছে ওই অঞ্চলের দুই হাজার পানের বরজ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি উপজেলা কৃষি অধিদফতর। স্থানীয় দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, কয়েক বছর ধরে মেঘনা নদীর ভাঙনে অনেক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের হুমকিতে রয়েছে কয়েকশ একর জমি। নদীতে পানি বৃদ্ধি পেলেই বেড়িবাঁধের বাইরের এলাকার গ্রামগুলো প্লাবিত হয়। এ সময় এলাকায় দুর্ভোগ নেমে আসে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম বানু শান্তি জানান, টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধির কারণে বেশকিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, সড়কের গাছসহ ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

 

সর্বশেষ খবর