শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

প্রতিদিন ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি

বগুড়ার শেরপুরে মশক নিধনের জন্য ছিটানো হচ্ছে ওষুধ

বগুড়ার শেরপুরে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গতকাল বেলা ১১টায় শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস করতে ১৫টি ফগার মেশিন ও ৬টি স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। এদিকে ডেঙ্গু ও মাদক প্রতিরোধে মানিকগঞ্জে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‌্যালি হয়েছে। হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল এলাকাবাসী ওই কর্মসূচি পালন করে। এ সময় ডেঙ্গু ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন বক্তারা।

সর্বশেষ খবর