শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
শোক দিবসে সংঘর্ষ

২২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জলঢাকা থানায় বৃহস্পতিবার রাতে এসআই আবদুর রশিদ মামলাটি করেন। এ ঘটনায় মিল্লাদ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিল্লাদ জলঢাকা শহরের নুর আমিনের ছেলে। এদিকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি এজাহার দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু ৭০ জনের এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি গোলাম মোস্তফা ৬৭ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেন। বৃহস্পতিবার রাতে এজাহার দেওয়া হলেও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি একটিও।

 

 

সর্বশেষ খবর