শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিশু অপহরণ করে ১০ হাজার টাকায় দত্তক!

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুকে অপহরণ করে ১০ হাজার টাকায় দত্তক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তিন দিন পর রাফসান (৩) নামের ওই শিশুকে উদ্ধার করে মা-বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলন কওে শিশুটিকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। তারা হলেন- জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জোবেদা বেগম ও  মোবেল মিয়া। পুলিশ জানায়, জোবেদা বেগম গত বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সরদারপুর পয়েন্টে দুটি শিশু সন্তান নিয়ে আসেন। এ সময় নিজের সন্তান পরিচয় দিয়ে টাকার বিনিময়ে তাদের পালক দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সরদারপুর গ্রামের এক মহিলা তার পুত্রসন্তানহীন ভাই রামনগর গ্রামের কবির মিয়ার জন্য ১০ হাজার টাকায় এক শিশুকে দত্তক নেন। ঘটনা জানাজানি হলে শিশুরটির বাবা রামনগর গ্রামে গিয়ে কবির মিয়ার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে জানান।

সর্বশেষ খবর