রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খুনিদের দেশে এনে রায় কার্যকরের আহ্বান

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে রায় কার্যকরের আহ্বান জানানো হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। কাঁচপুর থেকে শতাধিক গাড়ি নিয়ে প্রতিটি ইউনিয়নে শোক র‌্যালি করেন। অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু ১৫ আগস্ট বারুদী পৌরসভা, কাঁচপুর ইউনিয়নে ৩টি গরু বঙ্গবন্ধুর নামে কুরবানি দিয়েছেন। কাঁচপুর বাসস্ট্যান্ডে  আলোচনা সভা করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাই ভূইয়া, প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাড. শামছুল ইসলাম ভূইয়া। পরে বঙ্গবন্ধুর   প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর