সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নাটোরে ট্রেনের শিডিউল বিপর্যয়, দুর্ভোগ

নাটোর প্রতিনিধি

নাটোরে ট্রেনের শিডিউল বিপর্যয়, দুর্ভোগ

ঈদের ছুটি শেষে ফিরতি পথেও চলছে কর্মস্থলমুখী মানুষের একই ভোগান্তি। বাসের পাশাপাশি ট্রেনেও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সব ট্রেনে সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিটি ট্রেন ৭ থেকে ১৪ ঘণ্টা দেরিতে নাটোর স্টেশন ছাড়ছে।

এদিকে, নাটোর বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে সময়মতো বাস ছেড়ে যাচ্ছে রাজধানীর দিকে। তবে টিকিট সংকট থাকার কারণে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। অনেক আগেই টিকিট ফুরিয়ে যাওয়ার কারণে টিকিট সংকট প্রকট আকার ধারণ করেছে।

নাটোর রেল স্টেশন সূত্র জানায়, শনিবার রাত ১২টায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটি রবিবার ভোরে ঢাকা থেকে এসে রংপুরের উদ্দেশে ছেড়ে গেছে। দুপুর ১টা পর্য়ন্ত ট্রেনটি ঢাকার উদ্দেশে রংপুর থেকেই ছাড়েনি। এখন পর্যন্ত ১৬ ঘণ্টা বিলম্ব করছে ট্রেনটি। এ ছাড়া ঢাকাগামী অপর ট্রেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৮ঘণ্টা ধরে বিলম্বে রয়েছে। আর দক্ষিণাঞ্চলগামী রুপসা এক্সেপ্রেস ট্রেনটি এখন পর্যন্ত ৩ঘণ্টা বিলম্বে রয়েছে। এদিকে, সান্তাহার থেকে ঈদ স্পেশাল ট্রেনটি সকাল ৯টায় নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ১০টায় ট্রেনটি ছেড়ে গেছে।

উত্তরাঞ্চল থেকে রাজধানীমুখী সব ট্রেনের সিডিউল বিপর্যের কারণে চরম ভোগন্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের দেখা মিলছে না।

নাটোর রেল স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী বলেন, ঈদের কারণে স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ পড়েছে। প্রতিটি ট্রেন যাত্রী ওঠা-নামা করতে গিয়ে তিন মিনিটের স্থলে ২০ থেকে ২৫মিনিট বিলম্ব করছে, যার কারণে ট্রেনের সিডিউল মেলানো সম্ভব হচ্ছে না। ঈদের আগে মহাসড়কে ভোগান্তির কারণে ট্রেনের প্রতি যাত্রীদের চাপটা আরও বেশি বেড়েছে।

তিনি আরও বলেন, ট্রেনের সিডিউল ঠিক রাখতে হলে ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়তে হবে। আর এই অঞ্চলে যেহেতেু ডাবল লাইন নেই, তার কারণে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 

সর্বশেষ খবর