সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খানাখন্দে ভরা ১৩ কি.মি সড়কে ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি

খানাখন্দে ভরা ১৩ কি.মি সড়কে ভোগান্তি

বেহাল মহাদেবপুর-ছাতড়া সড়ক -বাংলাদেশ প্রতিদিন

পিচ-খোয়া উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। সৃষ্টি হওয়া ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পথচারী ও গাড়ির যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। জানা যায়, মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই বেইলি সেতু থেকে নিয়ামতপুরের ছাতড়া বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। এর মধ্যে মহাদেবপুর উপজেলা সদর থেকে ছাতড়া বিলের কাঞ্চন ঘাট পর্যন্ত সড়কটির ১২ কিলোমিটার অংশ মহাদেবপুরে পড়েছে এবং বাকি মাত্র ১ কিলোমিটার অংশ নিয়ামতপুর উপজেলার মধ্যে পড়েছে। ২০০৪ সালে সড়কটির মহাদেবপুর অংশ কারপেটিং করা হয়। এরপর ২০০৯-১০ অর্থবছরে সড়কটি সংস্কার করা হয়। এরপর গত ৯ বছরে সড়কটি আর সংস্কার করা হয়নি। ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা জানান, সড়কটির মহাদেবপুর অংশের পুরো ১২ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার চান্দাশ ও খাজুর ইউনিয়ন, নিয়ামতপুরের চন্দননগর, ভাবিচা ও হাজিনগর এবং মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের চলাচলের প্রধান সড়ক এটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের অসংখ্য স্থানে পিচ-খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

মহাদেবপুর এলজিইডির প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সড়কটির সংস্কার কাজ শুরু হবে শিগগির। ইতিমধ্যে টেন্ডার আহ্বান করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বৃষ্টির কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারছে না। তবে এ বছরের মধ্যেই সংস্কার কাজ শেষ হয়ে যাবে।

সর্বশেষ খবর