সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ধারণ ক্ষমতার চারগুণ যাত্রী নিয়ে লঞ্চযাত্রা

আমতলী প্রতিনিধি

ঈদুল আজহার সপ্তম দিন রবিবার ঢাকাগামী এমভি ইয়াদ ধারণ ক্ষমতার চেয়ে চারগুণ যাত্রী নিয়ে আমতলী লঞ্চঘাট থেকে ছেড়ে গেছে। লঞ্চের স্টাফরা লঞ্চের ৯০ ভাগ ডেকের যাত্রীর কাছে চাদর ও তোশক বিছিয়ে জায়গা বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করলেই যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এমভি ইয়াদ লঞ্চের সুপার ভাইজার মো. শামীম হোসেন লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী বেশি নেওয়া ও ডেকের জায়গা বিক্রি করার কথা স্বীকার করে বলেন, লঞ্চের কোনো স্টাফ বিছানার চাদর ও তোশক বিছিয়ে জায়গা বিক্রি করছে না। লঞ্চঘাটের কিছু লোক এ কাজটি করছে। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লঞ্চের ডেকে চাদর ও তোশক বিছিয়ে জায়গা বিক্রি করার সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কমলেশ চন্দ্র মজুমদার বলেন, ডেকে চাদর অথবা তোশক বিছিয়ে জায়গা বিক্রি করার বিষয়টি আমি জানি না। এমন কাজ হয়ে থাকলে লঞ্চে অভিযান চালিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর