সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খেলাতেও স্বপ্ন দেখে মেয়েরা

দিনাজপুর প্রতিনিধি

খেলাতেও স্বপ্ন দেখে মেয়েরা

দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা খেলার মাঠে -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রায় প্রতিদিনই স্কুলের ছুটির পর ক্লাস রুম, বারান্দায় নীরবতা নামে, তখনই জার্সিপরা একদল কিশোরীর দেখা মেলে দিনাজপুর বড় ময়দানে। স্কুলে যেহেতু কোনো খেলার মাঠ নেই, তাই তারা স্কুলের ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল দলের সদস্য হয়ে অনুশীলন করেন বড় ময়দানে। এ স্কুলের প্রায় ৯৫ ভাগই সুবিধাবঞ্চিত বাবা-মায়ের সন্তান। এসব ছাত্রীর কারো বাবা নেই, মা নেই কিংবা কারোর দুজনেই নেই, আবার কারো মা বাবা ইটের  খোয়া ভাঙে, হোটেলে কাজ করে কিংবা ভ্যান চালায়। প্রতিদিনের কষ্ট ভুলে ডুবে থাকে পড়ালেখার পর খেলার অনুশীলনে। তাই তারা সাফল্য পেয়েছে ২০১৯ সালের শীতকালীন ক্রিকেট খেলায় উপজেলা ও জেলায় চ্যাম্পিয়ন। ২০১৮ সালে গ্রীষ্মকালীন ফুটবল খেলায় বিভাগীয় পর্যায়ে রানার আপ এবং ফুটবল ও হ্যান্ডবলে উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন, ২০১৬-১৭ সালে গ্রীষ্মকালীন ফুটবল খেলায় উপজেলা ও জেলা চ্যাম্পিয়ান হয়েছে। প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, এই স্কুলের বেশিরভাগই দরিদ্র পরিবারের শিক্ষার্থী। তাই অনেক ছাত্রীই ঝরে পড়তো। কারো বাল্যবিয়ে, নয়তো কর্মক্ষেত্রে চলে যেত। এ অবস্থা থেকে উত্তরণে তাদের বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং শুরু করি। ফলে ২০০৬ সালে ছাত্রী যেখানে ৯০ জন ছিল আজ তা বেড়ে ৫২৫ জনে দাঁড়িয়েছে। আজ এ স্কুলে মিড ডে মিল চালু রয়েছে। স্কুলে এখন প্রতিদিন প্রায় সাড়ে ৪০০ ছাত্রী উপস্থিত হয়।

 

 

সর্বশেষ খবর