সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এক পলক

গাছে অজ্ঞাত লাশ

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামে গতকাল মহাসড়কের পাশে গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত এক অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লাশের পরনে চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি রয়েছে। 

- ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সুরেশ্বরে যুবকের মরদেহ

শরীয়তপুর জেলার নড়িয়া ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সোহাগ মৃধা (৩৭)। তিনি কেদারপুর ইউনিয়নের পূর্বপাঁচগাঁও গ্রামের মৃত খলিল মৃধার তৃতীয় ছেলে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

- শরীয়তপুর প্রতিনিধি

যুবলীগ কর্মীর হত্যার বিচার দাবিতে মিছিল

ময়মনসিংহ মহানগর যুবলীগের কর্মী শফিকুল ইসলাম শপু হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার সকালে ময়মনসিংহ নগরীর আকুয়া বাঁশবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গাঙিনারপাড় ট্রাফিক মোড়ে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নিহত শপুর মা নুরুন নাহার, স্ত্রী মাহমুদা, বড় ভাই রফিকুল ইসলাম ও বোন ইয়াসমীন আক্তার।

- ময়মনসিংহ প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুর পৌরসভার দমদমা কালীগঞ্জ মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে ধানক্ষেতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

- শেরপুর প্রতিনিধি

ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। পর্যাক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলবে। ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপস্থিত ছিলেন ডা. আবু সাঈদ, রাফি উদ্দিন, ফয়েজ চিশতি, রুবিনা আক্তার, ডা. অভিজিৎ রায়, লিয়াকত আব্বাস টিপু, লতিপ হোসেন।

- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন শনিবার রাতে উপজেলার মুন্সি ফিলিং স্টেশন কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে। অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েত বাবু নগরী। উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজী, আল্লামা মোমতাজুল করিম, মুফতি ওমর ফারুক সন্দীপ প্রমুখ।

- রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর